
হামিদুল ইসলাম স্বপন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাইয়ের অগ্রসৈনিক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা শ্রীনগর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শ্রীনগর উপজেলার সাধারণ ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ ও কফিন মিছিলটি শুরু হয়। মিছিলটি শ্রীনগর ছনবাড়ী হয়ে ছনরাড়ী চৌরাস্তা সংলগ্ন আল মদিনা মসজিদের সামনে এসে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া–ঢাকাগামী সড়ক অবরোধ করে।
এ সময় বিক্ষোভকারীরা শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীদের উপস্থিতিতে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘণ্টাব্যাপী অবরোধের ফলে সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST