
নাজমুল হোসেন রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দের ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠানে পায়রা উড়িয়ে শুভ উদ্ভোধন করেন গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (প্রাক্তন শিক্ষার্থী) সুলতান উদ্দিন আহমেদ।
সভাপতিত্ব করেন ৮০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও পরিচালক (ঢাকা অঞ্চল) ,মাউশি , অধিদপ্তর প্রফেসর ফকির মুহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল, সকাল ৯ঃ০০ টায় আনন্দ শোভাযাত্রা, সকাল ১০ টায় অনুষ্ঠান উদ্বোধন, সকাল ১০ টা ৩০ মিনিটে স্মৃতিচারণ, দুপুর ১টায় মধ্যাহ্নভোজ, দুপুর ২ টা ৩০ মিনিটে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা, বিকেল
৩টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাস্তায় থেকে স্কুল পর্যন্ত আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে। এই অনুষ্ঠান উপলক্ষে
স্কুল মাঠে জরো হয়েছে শিক্ষার্থীরা। পূরাতন স্মৃতির রোমন্থন আর চায়ের কাপের আড্ডা।
এযেন বহুদিন পর একে অন্যকে দেখা আর স্মৃতিতে হারিয়ে যাওয়া। গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিদ্যালয়ে দীর্ঘ পথ চলায় তৈরি করেছে অনেক জ্ঞানী ব্যক্তি যারা তাদের কর্মময় জীবনে আলো ছড়াচ্ছেন। আজ মিলনের সন্ধিক্ষণে তারা আবেগ আপ্লূত। অনেক পরিবার প্রজন্ম থেকে প্রজন্ম এই বিদ্যালয়ের ছাত্র।
সদস্য সচিব আশরাফুল আলম বলেন, এই অনুষ্ঠানে গোয়ালন্দ নাজির উদ্দিন হাইস্কুলে অধ্যায়নরত ছাত্র ছাত্রীর এক আবেগের নাম।
সবার সাথে সবার দেখা হচ্ছে।
উদযাপন কমিটির আহবায়ক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাপক ফকির মো. নুরুজ্জামান বলেন, দেশে বিভিন্ন জেলায় কর্মরত বিভিন্ন পেশাজীবি ছাত্র ছাত্রী একত্রিত হচ্ছে। ৮০ বছর পূর্তি উৎসবে আমাদের বন্ধন আরো দৃঢ় হচ্ছে। এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক গুনিজন সুষ্টি হয়েছে যারা দেশ বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে (সরকারি-বেসরকারি) কৃতিত্বের অবদান রাখতে সক্ষমতা অর্জন করেছেন। আমাদের সবাই আমাদের এই অনুষ্ঠানে মেতে উঠেছেন বলে মনে করি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST